আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২জু নবিকেল চারটার ঢাকা হতে ঢাকা দোহার আরাম বাস গুলিস্তান হতে দোহারের উদ্দেশ্যে ছেড়ে আসে। ফুলতলা তানজিল মার্কেটের কাপড় ব্যবসায়ী নুরু ইসলাম লক্ষাধিক টাকার কাপড় কিনে আরাম বাসের হেলপারের নিকট আমানত হিসাবে দিলে হেল্পার আরাম বাসের বক্সে রেখে তালা মেরে রাখে । বাসটি ঢাকা দোহার মহাসড়কের বাঘরা রূদ্রুপাড়া নামক স্থানে এক মহিলা বাস হতে নেমে হেলপারকে বক্সের কাপড়ের বস্তা তার বলে দাবি করেন। হেল্পার সরল মনে ভুলবশত কাপড়ের বস্তাটি বোরকা পরা প্রতারক মহিলার তার কাছে হস্তান্তর করেন।
কাপড়ের বস্তার প্রকৃত মালিক নুর ইসলাম ফুলতলা বাসস্ট্যান্ড নেমে তার কাপড়ের বস্তাটি ফেরত চাইলে হেল্পার যে ভুল করেছেন তা বুঝতে পারেন। তড়িত্গতিতে কাপড়ের বস্তার মালিক নুর ইসলাম কে নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে প্রতারক মহিলাকে খোঁজাখুঁজি করেও কাপড়ের বস্তাটি উদ্ধার করা সম্ভব হয়নি । বোরকা পরা থাকায় প্রতারক মহিলার পরিচয় ও নিশ্চিত হয়নি।