আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৮ নভেম্বর সকাল ১০ঃ৩০টায়ঢাকা দোহার থানামোড় ভাস্কর্য কলেজ গেট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময়েএইচ এস সি পরীক্ষার্থীরা এইচ এস সি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করতেযাচ্ছিল রাস্তায় ট্রাক সহ ভারি যানবাহন চলাচলে তীব্র যানজটেরসৃষ্টির ফলেছাত্র-ছাত্রীদের বিপাকে পড়তে হয়।
অনেকপরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছা পর্যন্ত পরিবহন ভাড়া করে আনলেওতীব্র যানজটের কারণে সময়ের স্বল্পতায়পরিবহন ছেড়ে দিয়ে প্রায় অর্ধ কিলোমিটার হেঁটে গন্তব্যস্থলপরীক্ষা কেন্দ্র পৌঁছতে বাধ্য হয়।
রাস্তা যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হিমশিম পোহাতে দেখা গেছে।পরীক্ষা শেষে দুপুর একটা ত্রিশ মিনিটে একই স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ভুক্তভোগীরা জানান, এ সময়ভারী যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।তারা আরো জানান পরীক্ষা চলাকালীন পূর্ব মুহূর্ত ও শেষে।সামনে যে কয়দিন পরীক্ষা অনুষ্ঠানের বাকি রয়েছি সে কয়দিন পরীক্ষা চলাকালীন।পরীক্ষা শুরু পূর্ব সময় ও পরীক্ষা শেষ সময়ে এই রাস্তায় ভারী যান বাহন চলাচল সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ প্রয়োজন বলে তারা অভিমত ব্যক্ত করেন।