মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
আজ রোববার ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দের শপথ গ্রহন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
উল্লেখ্য গত ১১ সেপ্টম্বর ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল খালেককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল। তিনি নারিকেল গাছ প্রতিক নিয়ে ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে ভাবে নির্বাচিত হন। এছাড়া কমিশনার নির্বাচিত হন ১ নং ওয়ার্ডে টিপু সুলতান, ২ নং ওয়ার্ডে মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডে আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডে মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডে সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম নির্বাচিত হন।
শপথ গ্রহন শেষে পৌরবাসীর পৌরসেবক হিসেবে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গন তাদের দায়িত্ব গ্রহণ করবেন এবং পৌরবাসীর সকল সমস্যা সমাধানে নিজেদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করবেন।