মো: ফেরদৌস জোর্য়াদ্দার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ০৩ দিন ব্যাপী স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঝিনাইদহ পুলিশ লাইন্সে । আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজিত হয়। দাবা প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরা বেগম, জেলা প্রশাসক ঝিনাইদহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আশিকুর রহমান, পুলিশ সুপার ঝিনাইদহ।
উক্ত তিন দিন ব্যাপী দাবা প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব মনিরা বেগম,জেলা প্রশাসক,ঝিনাইদহ। জনাব মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার),পুলিশ সুপার,ঝিনাইদহ।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,জনাব আবু রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জেলা শিক্ষা অফিসার,উপজেলা নির্বাহি অফিসার,সদর এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আয়োজিত এ দাবা প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ দলগতভাবে প্রথম স্থান অধিকার করে।