মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকা থেকে শনিবার দিবাগত রাতে ইয়াবা সহ ০২ জন কে আটক করে গোয়েন্দা পুলিশ । এসময় তাদের দেহ তল্লাশি করে মোট ৫৯ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিওিতে গাড়াগঞ্জ বাজারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমতাবস্থায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাড়াগঞ্জ বাজার থেকে ০২ জন মাদক কারবারিকে আটক কর হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৯’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামী ১) মোঃ ইয়াসিন আহমেদ(২২), তিনি ঝিনাইদহ পৌরসভার পবহাটি শেখপাড়া গ্রামের মৃত. রওশন আলীর ছেলে, অপর আসামি ২) মোঃ মামুন শেখ(২৯), তিনি শৈলকূপা উপজেলার কবিরপুরের মৃত. ফিরোজ শেখের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শৈলকূপা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।