গোলাম নবী খোকনঃ
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মতলব দক্ষিণ থেকে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ঠিকাদার আল-আমিন ফরাজী ১৫ সেপ্টেম্বর ২০২২ ইঃ রোজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় তার প্রস্তাব কারী ও সমর্থন কারী সহ তার ঘনিষ্ঠ জন ব্যাক্তিদ্বয় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি পূর্বে ও জেলা পরিষদের সদস্য ছিলাম। আমি গ্রাম উন্নয়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং মসজিদ, মাদ্রাসা, কালবার্ট, ব্রিজ, স্কুলের বাউন্ডারি ওয়াল,শহীদ মিনার, পাকা সড়ক, ঘাটলা,যাত্রী ছাউনি, সৌচাগার সহ অসংখ্য উন্নয়ন করেছি, যে গুলি এখন ও দৃশ্য মান। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আমি নির্বাচিত হলে জন স্বার্থে কাজ করে যাব ইনশাআল্লাহ।