২৭অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কলেজের অডিটরিয়ামে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং কলেজের ক্রীড়া শিক্ষক একেএম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী,বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, বিদায়ী শিক্ষার্থী নুরজাহান আক্তার আশা, নুপুর আক্তার, সুকন্যা রানী দাশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, আমি বিশ্বাস করি তোমরা বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।নিজের পরিবার ও দেশের সম্মান বাড়াবে।