কামরুজ্জামান হারুন:
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ডে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসান।
শুক্রবার বিকেলে তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার,উপজেলা যুবলীগের সদস্য ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন মিয়া,ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জাহান মোল্লা প্রমুখ।
উপস্থিত ছিলেন,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা ঠিকাদার আলা উদ্দিন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম,ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা ইদ্রিছ আলী বেপারী, বিল্লাল হোসেন কমিশনার,আমান উল্লাহ সরকার,নাজির হোসেন প্রধান, শাহ আলম প্রমুখ।