কামরুজ্জামান হারুনঃ
বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) উদ্যোগে ৮ ফেব্রুয়ারি চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তা বাজারে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন বিসিপিএ কুমিল্লা চ্যাপ্টার আহ্বায়ক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য শেখ ওমর ফারুক, সদস্য মুশফিকুর রহমান, চাঁদপুর জেলা ক্রপ প্রটেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম, সদস্য নুরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী খোকন পাটোয়ারী।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) কুমিল্লা চ্যাপ্টার উদ্যোগে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুর জেলায় গরীব,অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।