স্টাফ রিপোর্টারঃ
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্ৰাং আগামীকাল ভোর রাত সকাল নাগাদ বরিশাল, চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে৷ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবের কারণে চাঁদপুর জেলাকে ০৭ নম্বর বিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ০৭ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে।
মতলব উত্তরের ফরাজিকান্দি, জহিরাবাদ, একলাশপুর, মোহনপুর,কলাকান্দা,ষাটনল ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভা মেঘনা নদী পাড় অবস্হিত। এ সব এলাকার চরসমূহের সহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলচ্ছাসে প্লাবিত হতে পারে। উপজেলার সকল জেলেদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়ে।
জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান গ্রহণের জন্য
চরাঞ্চলে বসবাসরত নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান জানান, মতলব উত্তর উপজেলা ০৭ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে। এ বিষয়ে প্রচারনার মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।