আব্দুল মান্নান সিদ্দিকীঃ
ঘূর্ণিঝড়েক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শ্রীনগর উপজেলা প্রশাসন। ২০ মে ভোররাত পুনে দুটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলকুচি ও কাদুর গাঁও গ্রামে ঘূর্ণিঝড়ে ১৬টি পরিবার ক্ষতিগ্রস্থ হয় এবং ৭ জন আহত হয়েছে । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত তিনজনকে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন সহকারি কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এম মাহাবুব উল্লাহ। উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩৪ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৮ লক্ষ টাকা একটি প্রতিবেদন তৈরি করে জেলা প্রশাসকের বরাবর পাঠানো হয়েছে।