আব্দুল মান্নান সিদ্দিকীঃ
ঘন কুয়াশা কবলে পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক তিন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
১৮ডিসেম্বর ভোর ৬টা থেকে ৮ পর্যন্ত ঘন কুয়াশার কবলে পরে এসব দুর্ঘটনা ঘটে।
লৌহজং উপজেলার পদ্মা সেতু রেলস্টেশন এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকারের পিছনে ধাক্কা দিলে প্রাইভেট কারটি ধুমরে মুচরে যায়।এতে ৩জন গুরুতর আহত হয়।
তাদেরকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া শ্রীনগর উপজেলা সমষপুর এলাকায় দুইটি প্রাইভেট কার কুয়াশার কবলে পরে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়।তবে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম।
তিনি জানান, ঘন কুয়াশার কারনে পৃথক তিন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
এছাড়া, সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোলপ্লাজর সামনে প্রাইভেট কারকে পিছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানান হাষাড়া হাইওয়ে পুলিশ। তবে গাড়ির ক্ষতি হয়েছে।