মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের কাজলডোপ ফোরকানিয়া বাজারে এ ঘটনা ঘটে। শাহনাজ বেগম গাইবান্ধা শহরের থানাপাড়ার রিজু মিয়ার স্ত্রী ও সদর হাসপাতালের মেডিকেল ফার্মাসিস্ট পদে কর্মরত।
এলাকাবাসী জানান, গাইবান্ধা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সাদুল্লাপুর যাওয়ার পথে কাজলডোপ ফোরকানিয়া বাজারে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক থাক্কা দিলে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
শাজনাজ বেগম ঘটনাস্থলেই মারা যান। রিজু মিয়াকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিজু মিয়া সাদুল্লাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।