মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
‘শিক্ষক দেখিয়েছেন পথ, গড়ে দিয়েছেন ভবিষ্যৎ’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধার পলাশাবড়ীতে বিশ্ব শিক্ষক দিবস- ২০২২ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকালে শিক্ষক পরিববারের আয়োজনে ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. লতিফুর রহমান সরকার মানিকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্নী।
এতে আরো বক্তব্য রাখেন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাব্বির হোসেন সবুজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য প্রধান শিক্ষক (অব.) সাইদুর রহমান, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক আ.ই.ম মিজানুর রহমান, ইউআরসি’র সহকারী ইন্সট্রাক্টর সোহেল মিয়া, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ সরকার, জেলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম, বাংলাদেশ সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সিসাম, বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ এর সাংগঠনিক সম্পাদক বড়শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান আতিক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল প্রমুখ।