• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে অভিযানে ২শত কেজি জাটকা ইলিশ জব্দ মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল  ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান দুর্নীতির ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব একটি পরিবার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকলকে ইবাদতের মাধ্যমে কাজ করতে হবেঃ ডা. আনিসুল আউয়াল স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই নাঃ অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন ও ইফতার বিতরণ মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক মতলব উত্তরে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থা  ইফতার 

গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালিত 

Lovelu / ৩০১ Time View
Update : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
সাঁওতাল হত্যার বিচারের দাবিতে আদিবাসী বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণে গাইবান্ধা জেলায় সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদা খামার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ যৌথ ভাবে এ কর্মসূচি পালন করে। ৫ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে শহরের নাট্য সংস্থা প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাট্য সংস্থা প্রাঙ্গণে শেষ হয়।
আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলেমন বাস্কে, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ সদর উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, ত্রিবালক মুর্মু, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মৃণাল কান্তি বর্মণ, রংপুর বিভাগীয় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মাথিয়াস মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির গৌর চন্দ্র পাহাড়ি, সাঁওতাল হত্যা মামলার বাদী টমাস হেমব্রম, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী ও কাজী আবদুল খালেকসহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে ছয় বছর আগে সংঘটিত সাঁওতাল হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তার, গুলিতে আহত সাঁওতালদের, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category