মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়।
এলাকা ব্যবস্থাপক, প্রশিক্ষা ফুলছড়ি, শামসুল আলম এর সঞ্চালনায় ও বিভাগীয় ব্যবস্থাপক প্রশিক্ষা, গাইবান্ধা আনন্দ মোহন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাফায়েতুল হক পাভেল, বিশেষ অতিথি উপ-পরিচালক ও কর্মসূচি প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূর্ণবাসন কর্মসূচি গাইবান্ধা, নূরুল ইসলাম রেনু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়, আফিয়া আক্তার রূপক, বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, নুর আলমসহ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।