মোঃ আব্দুল আলিম কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা পুলিশের সফল অভিযানে ফেসবুকে হিন্দু/ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়ে স্ট্যাটাস দেওয়ায় ১জন এবং মোটরসাইকেল সহ ২ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।শুক্রবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য প্রদান করেন ।
তিনি বলেন জেলার মিরপুর উপজেলার বহুলবাড়ীয়া গ্রামের লৎফর রহমানের ছেলে নায়েবুর রহমান গত ১৪ সেপ্টেম্বর ফেসবুকে হিন্দু/সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতি তে আঘাত করে এমন স্ট্যাটাস দেয় এতে সম্প্রীতি বিনষ্ট হতে পারে সে কারনে জনৈক সজীবুল বাদী সাইবার ক্রাইমে মামলা দায়ের করে ।গত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে ।
ওপর ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরতলির জুগিয়াপাথরগাছী এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সহ আসিক রহমান (২৪} এবং বিজয় হোসেন( ২১} কে মোটরসাইকেল সহ গ্রেফতার করে ।আসিক মিরপুর উপজেলার বারুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং বিজয় পুরাতন কুষ্টিয়া হরিপুর গ্রামের বজলু হোসেনের ছেলে বলে জানান।