আব্দুল মান্নান সিদ্দিকীঃ
গত তিন দিনে মুন্সিগঞ্জ শ্রীনগরে আবহাওয়া ভালো থাকলেও ১২ জানুয়ারি ভোর হতে কুয়াশার চাদরে ঢেকে গেছে শ্রীনগর।এতে চরম বিপাকে পড়েছেরাস্তায় চলাচলে যান পরিবহন ও পথচারী
তীব্র কুয়াশায় অন্ধকার ছন্ন পরিবেশের সৃষ্টির ফলে,একটু খানি অসতর্ক হলেই যানবাহনে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
তীব্র কুয়াশার ফলে রবি ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন কৃষক,কুয়াশার ফলে পচনশীল সবজিতে পচন ধরা,পোকামাকরে আক্রান্ত সম্ভাবনা রয়েছে।
এ কুয়াশায় রাস্তায় অবস্থানরত ভাসমান হত দরিদ্র দিনমজুর চরম দুর্ভোগ পাচ্ছেন।