নিজস্ব প্রতিবেদকঃ
কাল শুক্রবার(২৫ মাচ)“শান্তি প্রগতি ও মানবতা কল্যাণে সাহিত্য” এই স্লোগানকে দারণ করে ভাষা ও সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা ও গুণীজন সংবধনা-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক সচিব ও প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান আজিজ ও বাংলাদেশ শিল্প একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন- কবি নাসির আহমেদ,কবি সালেম সুলেরী,কবি কামরুল ইসলাম,বাংলাদেশ শিল্প একাডেমির সচিব কবি আসাদুল্লাহ্, মানবাধিকার সংগঠক জাকির হোসেন খান, নাট্যব্যক্তিত্ব মাসুম আজিজ, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, সাংবাদিক রোজিনা ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম হারুন,ভাষা ও সাহিত্য পরিষদের মহাসচিব কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।
সভাপতিত্ব করবেন ভাষা ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া রহমান। পরিচালনা করেবন কবি মুশতারী বেগম,কবি ড. নাঈমা খানম ও মাহফুজা রুমি।