ওমর ফারুক সাইম।।
– কচুয়া বড় (কেন্দ্রীয়) মসজিদের ময়লাসহ অন্যন্যা আবর্জনা দ্রুত সরানোর ব্যবস্থা স্বরূপ একটি ড্রেন নির্মানের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ মসজিদের জন্য মুসল্লিদেও বৃহৎ একটি সমস্যা কিংবা ভোগান্তি ছিল। শত শত মুসল্লি এ মসজিদে প্রতিদিন নামাজ আদয়ে করে আসছে। কিন্তু ড্রেন না থাকায় নামাজের ওজর পানিু, বাথরুম, প্রশ্রাবসহ অন্যন্যা ময়লা আবর্জনা নীচে জমে থাকতো। ফলে অনেক সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। এতে পরিবেশও কিছুটা নষ্ট হতো। এ ধরনের সমস্যার কথা মসজিদ কর্তৃপক্ষের নিকট শুনে পৌর মেয়র নাজমুল আলম স্বপন বিষয়টি সমস্যার সমাধান করতে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলম নির্দেশ দিলে তিনি মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, তা নিরসন কল্পে বাথরুম ও ওজু খানা থেকে বাজারের পশ্চিম দিকে থাকা খালের সংযোগে একটি ড্রেন নির্মানের উদ্যোগ নেয়। এবং সেটি মেয়র ও কাউন্সিলরের নিজ উদ্যেগে ড্রেনটি নির্মানের প্রতিশ্রতির পরিপেক্ষিতে গতকাল সন্ধায় এর শুভ উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলম। এ সময় মুসজিদের মহতামিম মাওলানা আবু হানিফা, সাবেক কাউন্সিলর আলহাজ¦ মো. কালু মিয়া, মসজিদ কর্তৃপক্ষের মধ্যে মো. সাইফুল ইসলাম, আবুল হোসেন, আবু মিয়া, মো. খোকন ও জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন ।
কচুয়া কচুয়া বড় মসজিদেও ড্রেন নির্মানের শুভ উদ্বোধন করেন কাউন্সিলর মাসুদ আলমসহ অন্য অতিথিরা।