ওমর ফারুক সাইম॥
কচুয়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল সালাম ও নাজিম উদ্দিন সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া থানাধীন খাজুরিয়া ছাত্রী ছাউনির সামনে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে মো. মিরাজ হোসেন (৩১) কাছ থেকে ৩ কেজি ও মো. বাবু গাজী (২৮) কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মিরাজ হোসেন লক্ষ¥ীপুর জেলার রায়পুর থানার চরমোহনা ইউনিয়নের মৃত হানিফ মিয়ার পুত্র এবং মো. বাবু বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃঞ্চকাটি গ্রামের মৃত আলী আকবরের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল।