স্টাফ রিপোর্টারঃ
৯ আগস্ট ১৯১৮ সালের এইদিনে মতলব নামকরন গেজেট ভুক্ত হয়। গেজেট নম্বর ২৩৮। শিক্ষা সংস্কৃতির পাদপীঠ উপ- মহাদেশের প্রাচীন জনপদের নাম মতলব।
১৮৫৮ খ্রিস্টাব্দে মতলব আউটপোস্ট ছিল ১৮৮৭ খ্রিস্টাব্দে মতলব আউটপোস্ট হাজীগঞ্জ থেকে কেটে নেয়া হয়। ১৮৯৫ সালের মতলব কে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা হয়। ১৯১৮ সালের ৯ আগস্ট মতলব নাম করনটি গেজেট হয় নং ২৩৮. ১৯৮৪ সালে চাঁদপুর জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর মতলব উপজেলা হয়।
২০০০ সালে মতলব উপজেলাকে মতলব উত্তর এবং মতলব দক্ষিণ নামে দুইটি উপজেলা করা হয়। বর্তমানে মতলব উত্তর উপজেলায় ১৪ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা। মতলব দক্ষিণ উপজেলার আয়তন ১৩১.৬৯ বর্গ কিলোমিটার। মতলব দক্ষিণ উপজেলায় বর্তমানে ৫ টি ইউনিয়ন, ২ টি পৌরসভা। মতলব উত্তর উপজেলার আয়তন ২৭৭.৫৩ বর্গ কিলোমিটার। মতলব প্রথমে ত্রিপুরা জেলার পরে কুমিল্লা জেলার বর্তমানে চাঁদপুর জেলার অবস্থিত।
১৮৫৮ সালে ১১ টি থানা ১৫ টি আউটপোস্ট নিয়ে ত্রিপুরা জেলা গঠিত হয়।
১৯৬০ সালের ১লা অক্টোবর ত্রিপুরা জেলার নাম পরিবর্তন করে কুমিল্লা জেলা নাম করন, করা হয়। ১৮৭৮ইং চাঁদপুর মহকুমা হয়।