হাজীগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধিঃ
হাজীগঞ্জে প্রান্তিক কৃষকদের থেকে সরকারী ভাবে ক্রয় করা হবে ১২ শত ৫২ টন। একজন কৃষক ১০৮০ টাকা ধরে সর্বোচ্চ ৭৫ মন ধান দিতে হাজীগঞ্জ সরকারী খাদ্য গুদামে। এ উপলক্ষে মঙ্গলবার (১ জন) সকালে এ ধানক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম তানজির।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারজানা আক্তার মিলির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. খোরশেদ আলম, পৌর কৃষকলীগের সভাপতি মো. আলী আশ্রাফ, ওসিএলএসডি সালেহ মো. জাহিদ হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছর হাজীগঞ্জ উপজেলায় ১ হাজার ২’শ ৫২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। সরকারিভাবে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। সংগ্রহ কার্যক্রম ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত চলবে।