মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বুধবার দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন ।
উক্ত মেলার চারটি প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন ১ঃ উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টাপ, প্যাভিলিয়ন ২ঃ ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন ৩ঃ হাতের মুঠোয় সেবা ও প্যাভিলিয়ন ৪ঃ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) সরকারি দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার অংশগ্রহন করে।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। তারপর ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফুল আলম সরকার।
এসময় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গগণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারপর আগত অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টলসমূহ পরিদর্শন করেন। বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সরকারের ডিজিটাল উদ্যোগসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রত্যেক প্যাভিলিয়ন থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দপ্তর/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।