গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিপাই কান্দি (মাইজ কান্দি) গ্রামের ডাঃ জয়নাল আবেদীনের মাতার মোসাম্মৎ ছাবিয়া খাতুন ৩০ নভেম্বর সকাল ৭টা ১২ মিনিটের সময় তার নীজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না,,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো( ৯৬) , মৃত্যু কালে তিনি ৪ মেয়ে, ২ ছেলে এবং ছেলে ও মেয়ের ঘরের নাতি, নাতনি সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা মাইজ কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে সিপাই কান্দি সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশ গ্রহণ কারী সকল ও তার আত্মীয় স্বজনরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।