ওমর ফারুক সাইম ,কচুয়া ॥
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সাংগঠনিক সম্পাদক কচুয়ার কৃতি সন্তান ডা. মো. রিফায়েত উল্লাহ শরীফ কচুয়া প্রেসক্লাব ভবনের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। তিনি শনিবার সকালে প্রেসক্লাব পরিদর্শন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন,সমাজের ৪র্থ দর্পন সংবাদপত্র। এ সংবাদপত্র যারা নিরলস ভাবে কাজ করে এবং অবহেলিত মানুষের পক্ষে কথা বলে কচুয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে আমি একজন সমাজকর্মী হয়ে আপনাদের সাথে কাজ করতে চাই।
এসময় প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার,মানিক ভৌমিক, সহ-সভাপতি মো.মহিউদ্দিন,সাধারণ সম্পাদক সুজন পোদ্দার,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,সাবেক সাংগঠনিক সম্পাদক মো.মেহেদী হাসান,দপ্তর সম্পাদক ওমর ফারুক সাইম,সদস্য রাজীব চন্দ্র শীল ও আবু হানিফ, সঞ্জিত ভৌমিক অপু,কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিয়াদ,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম নোমান উপস্থিত ছিলেন।