মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে বোনারপাড়া কলেজ মোড় থেকে ভুতমারা বাজার যাওয়ার পথে পাকা রাস্তার পাশে রাঘবপুর এলাকায় খালের পানিতে কচুরি পানার নিচে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহের অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । এরপরে পুলিশ এসে কচুরি পানা সরিয়ে ৭০ বছর বয়সী এ বৃদ্ধাকে উদ্ধার করে ।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান উক্ত ব্যক্তি কোন নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।