সলঙ্গা,সিরাজগঞ্জ :
সলঙ্গা থানা আওয়ামী লীগ সহ রাজনৈতিক,সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসুচীর মাধ্যমে শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালন করেন। এ সময় শহিদ মিনারে পৃথক পৃথক ভাবে পুষ্পার্ঘ অর্পণ করেন।
সলঙ্গা থানা কৃষকলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ অর্পণ,আলোচনা সভা,দোয়াসহ দিবসটিতে বিভিন্ন কর্মসুচী পালন করেন তারা।
সলঙ্গা ডিগ্রী কলেজ শহিদ মিনারে কৃষকলীগের শ্রদ্ধাঞ্জলী অর্পনে থানা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রায়হান গফুর,সংগ্রামী সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু উপস্থিত ছিলেন।
থানা কৃষকলীগের সভাপতি আ: হান্নান নান্নু’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আকতারুজ্জামান সাচ্চু’র সঞ্চালনায় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তাগণ বক্তব্য রাখেন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনি: সহ সভাপতি আলী আশরাফ,সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রামানিক,সেচ বিষয়ক সম্পাদক ডা: সেলিম রেজা,মাসুম বিল্লাহ, মশিউর রহমান সহ ৬ টি ইউনিয়নের সভাপতি / সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় ৪ নেতা,দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।