মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আসলে কি ঘটেছিলো তা সরেজমিনে জানতে ঘটনাস্থলে তদন্ত কমিটির সদস্যগণ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুনানি শুরু করেছেন।নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সদস্য যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস, শাহেদুন্নবী চৌধুরী এবং শাহারুল আলম উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
গাইবান্ধা সার্কিট হাউজে ১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৬ জন সহাকারী প্রিজাইডিং অফিসার, ৫৫ জন পোলিং এজেন্ট (প্রত্যেক প্রার্থীর পক্ষ থেকে), গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সোবাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কাওছার আলী, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মিডিয়ার ১৩৬ জনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।