• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে মুষলধারে বৃষ্টির ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী ফুলছড়ি’তে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ লটারি কার্যক্রম স্থগিত মতলব উত্তরের আলোচিত জুয়েল হত্যা মামলায়  পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন উত্তরায় গণধোলাইয় দিয়ে আদম বেপারীকে পুলিশের কাছে সোপর্দ  অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠলে ব্যবসা ও অর্থনীতি জীবন ফিরে পাবেঃ জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নকলার পাঠাকাটায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত মতলব উত্তরে যুবক নিখোঁজঃ মুক্তিপণ দাবি  ফুলছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধার ফুলছড়িতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা  ৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১১ তম মতলব উত্তরের রিয়াজ উদ্দিন 

সওজের প্রধান প্রকৌশলী হলেন মতলব হাই স্কুলের কৃতি শিক্ষার্থী মনির হোসেন পাঠান

Lovelu / ৬৩৬ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র মনির হোসেন পাঠান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে পদায়িত হয়েছেন। গত ৭ ফেব্রæয়ারি উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারী প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ পাঠানের বড় ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সে সবার বড়। তিনি ১৯৭৮ সালে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে (বোর্ড স্ট্যান্ড) এসএসসি পাশ করেন। ১৯৮০ সালে ঢাকা কলেজ এইচএসসি ও ১৯৮৬ ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। পরে ১৯৮৭সালে সহকারী প্রকৌশলী হিসেবে কুমিল্লায় যোগদান করেন।

জানা যায়, বাংলাদেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ২০১৭ সালে সরকার জাতীয় শুদ্ধাচার নাতিমালা প্রনয়ন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অন্তভর্‚ক্ত শুদ্ধাচার চর্চার জন্য তাকে ২০১৯-২০২০ বছরে ‘ শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী’ পুরস্কার লাভ করেন।

সওজের নতুন প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান বলেন, আমি মহান আল্লাহ তায়লার কাছে শোকরিয়া আদায় করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলেল সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category