আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৬ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া দারুল কুরআন মাদ্রাসা ২১তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন,অত্র মাদ্রাসার সভাপতি আবুল কাশেম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হযরত মাওলানা তৈয়বআশরাফ, মুহাতামিম, জামিয়া মারকাজুল ইহসান যাত্রাবাড়ি ঢাকা।বিশেষ অতিথি হিসেবে ওয়াজকরেন,
,হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন,মুহাতামিন আবু হুররা (রাঃ),কেরানীগঞ্জ ঢাকা,হরযত মাওলানা মুফতি শফি,
মুহাতামিম মাদ্রাসা জালাল উদ্দিন রুমি (রাঃ)নবাবগঞ্জ ঢাকা।।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান,লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের খাদ্য হিসেবে। দেড়শ মন চালঅনুদান দেন।মাদ্রাসার উন্নয়নের পাঁচ লক্ষাধিক টাকা দান করেন ওয়াজে উপস্থিত মুসল্লিগণ।