আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে গোলাম মোস্তফা রিপনের উদ্যোগে ১৪ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন।
আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী গোলাম মোস্তফা রিপন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ রুহুল আমিন মূর্ধা, মোঃ দ্বীন ইসলাম শেখ, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, মাওলানা মোঃ মাসুদুর রহমান, হাফেজ মাওলানা মোঃরবিউল ইসলাম, হাফেজ মোঃশামীম, ছাত্রছাত্র /ছাত্রীদের অভিভাবক প্রমুখ।
মোফাজ্জল হোসেন বলেন, ৯৬ জন ছাত্র /ছাত্রী মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। কোমলমতি শিশুরা এই শীত বস্ত্র পেয়ে খুবই খুশি।