আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১৪ আগস্ট দুপুর দুটা৩০মিনিটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন উমপাড়া ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এলাকায় যাত্রীবাহী তিনটি বাসের সংঘর্ষেএ দুর্ঘটনাটি ঘটে। এতে দুইজন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত২০ জন।
ঘটনার বিবরণে জানা যায়,দুপুর আড়াইটার ঢাকা গামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ওপর উঠে বিকল হয়ে সড়কের ডান পাশে দাঁড়িয়ে সকল যাত্রীকে নামিয়ে দেয়। বাস থেকে নেমে যাত্রীরা হেটে সামনের দিকে যেতে থাকে। এ সময় পিছন থেকে ঢাকাগামী বরিশাল পরিবহনের যাত্রীবাহী বাস আসতে দেখে যাত্রীরা বাসটিকে থামার সংকেত দেন। বাস চালক বাসটি থামান।যাত্রীরা যখন বাসটি উঠছিলেন এ সময় পিছন দিক হতে ঢাকাগামী সাকুরা পরিবহনের চালক দ্রুতগতিতে চালিয়ে বাসটিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে সাকুরা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘটনাস্থলেই তাদের দুজন যাত্রী নিহত হয়। নিহত অজ্ঞাত ব্যক্তির বয়স প্রায় ২১বছর শিশু তহশীন ৫ বছর।
২০ আহত হয়। আহতরা হলেন,নাঈম, শাহনাজ, মেহেদী, মারিয়া, রাব্বি , মাকসুদআলম, আয়েশা সিদ্দিকা, মাসুদ, সুমন, রাসেল , আলমগীর, হুজাইফা, মরিয়ম,আক্তার হোসেন,স্বর্ণা ।দুর্ঘটনার পর স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ব্যাপারে ফায়ার স্টেশন অফিসার মাহফুজ জানান সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে রেকার দিয়ে বাসটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।