আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৮ এপ্রিল দুপুর সাড়ে বারোটায় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ আনুষ্ঠানিক ভাবে শ্রীনগর উপজেলা প্রেসক্লাব কেউপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম মাইজভান্ডারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ আসলাম, সহ ক্রীড়া সম্পাদক তারিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ।
উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে প্রশাসনের সাথে নিবিড় ভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে স্থানীয় সাংবাদিকদেরঅনুপ্রাণিত করবে।