আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৩০ ডিসেম্বর ভোরে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে দাঁড়িয়ে আছেন ময়মনসিংহ হতে আগত রমিজ (৫৫),মফিজ( ৫০)আরিফ ( ৪৫)ও শ্যামল (৪৫)।
তারাএ প্রতিনিধিকে জানান, তারা অতি দরিদ্র নিজস্ব কোন জায়গা জমি না থাকায়,কাজের সন্ধানে শ্রীনগরে এসেছেন, যখন যে কাজ পান সেই কাজই করেন ক্রেতাদের চাহিদা মত।কাজের সন্ধানে তারা প্রতিদিন এভাবে রাস্তায় অপেক্ষা করেন।এখন ধানের জমি পরিষ্কার পরিচ্ছন্ন ও ধানের চারা রোপনের মৌসম ক্রেতারা যদি তাদেরকে উপযুক্ত মনে করেন ও উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করেন তাহলে ক্রেতাদের পছন্দ মোতাবেক তারা তাদের কাজ করে থাকেন।কাজ শেষে পুনরায় নতুন কাজের সন্ধানে এভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন।