আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার সময় শ্রীনগর শ্রী শ্রী অনন্তদেব মন্দিরে উপজেলা পুজা উৎযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা উদযাপন পরিষদের কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা,কাজল দাশ।যুগ্ম সম্পাদক সুমন দাস,সহ-সাংগঠনিক মিশু পোদ্দার, প্রচার সম্পাদক দিলীপ দাশ,নীরঞ্জন মন্ডল,প্রদীপ মন্ডল,অসীম কুমার সাহা,গৌতম,কৃষ্ণ দাশ অনুপ ঘোষসহ সংশ্লিষ্ট প্রতিটি ইউনিয়নের পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় এবারও শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ৭৯টি মন্দিরে শারদীয় দূর্গা উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ।