আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী দের তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। ২২ জুন সকাল১১ টায় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
কৃষি কর্মকর্তা সান্তনা রানীর সঞ্চালনে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
এছাড়াআরো উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সেমিনারে মূল আলোচ্য বিষয় ছিল উপজেলা অগ্রসর ৫০ জন কৃষকদেরকে কৃষি আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন উপাদানের বৃষ্টি ঝড় বন্যা খরা বজ্রপাত অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস ও দূর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়।