আব্দুল মান্নান সিদ্দিকী:
বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে সেলাই বিষয়ক প্রশিক্ষণের নগদ অর্থ ও প্রশিক্ষণ সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়।
৯ জনুয়ারি সোমবার ৭ দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট ও নগদ অর্থ বিতরণ করেন শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল বাকী।
উপস্থিত ছিলেন সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু রতন কুমার সরকার, সমষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সমষপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য কাউছার উল্লাহ কার্জন, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা মোঃ আজিম খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ আদিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিমন হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাগর হোসেন প্রমূখ।