আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২০ এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তন ও বীরতারা ইউনিয়নে পৃথক ভাবে দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ কোনদল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২ব্যাচ বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক ও কৃষাণী ফসল উৎপাদন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম ওয়াহিদুর রহমান। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদ ও সম্মানী প্রদান করা হয়।