আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৫আগস্ট বিকেলে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা হাসাড়া আন্ডারপাস এক্সপ্রেসওয়েতে চালক প্রাইভেটকারটি দ্রুত গতিতে চালালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদপেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতরা হলেন, ঢাকা উত্তরা এলাকার আক্তার হোসেনের স্ত্রী , ইয়াসমিন আক্তার,মনিরুজ্জামানের স্ত্রী, লায়লা আক্তার,আখতার হোসেনের স্ত্রী, রিউমা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহফুজ রিবেমজানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করেন। হাসারা হাইওয়ে থানার সার্জেন্ট বাহালুল জানান ,বাস চলাচল স্বাভাবিক রয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।