আব্দুল মন্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ থেকেঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরউপজেলার পশ্চিম আট পাড়া গ্রামের রবিউলের মেয়ে নাবিলা আক্তার (৫) বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে ১লাঅক্টোবর আনুমানিক দুপুরে নিজবাড়ির শিশুদের সাথে গোসল করতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। সব শিশুরা উঠে আসলেও সে না আসায় পরিবারের লোকজনশিশু নাবিলাকে খোঁজাখুঁজি করেন।বিকেলের দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাকে উদ্ধার করে।
নাবিলার স্বজনরা হসপিটালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু নাবিলা আক্তার আট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।