আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে উৎসবমুখর পরিবেশে সরকারি, বেসরকারি,প্রাথমিক, মাধ্যমিক ওউচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ইংরেজি নববর্ষের প্রথম দিন বই উৎসবে নতুন বই পাওয়ার পর হতেই পাঠ দান কার্যক্রম শুরু করেছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকগণ জানান, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র-ছাত্রীদের ভর্তি ও বই বিতরণ কার্যক্রম চালমান।শিক্ষক গণ এ কার্যক্রমে ব্যস্ত থাকায় সীমিত আকারে শিক্ষা পাঠ্য দান চলছে।ভর্তি কার্যক্রম শেষ হলে পুরোদমে পাঠদান চলবে,এছাড়া শীত ও শৈত প্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও সীমিত।