আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে শীত ও কুয়াশা বৃদ্ধি পাওয়ায় যেসব হতদরিদ্র রাস্তাঘাট ফুটপাতে মাঠে-ঘাটে বাজারে কৃষি জমিতে বিভিন্ন প্রকার শ্রমজীবী হিসাবে কাজ করেন ও ফুটপাতে রাস্তাঘাটে রাত যাপন করেন তারা পড়েছেন বিপাকে।
তাদেরই একজন ঢাকা দোহার সড়কে ফুটপাতে মাছ বিক্রেতা আনোয়ার হোসেন,এ প্রতিনিধিকে জানান,তিনি একজন হতদরিদ্র ক্ষুদে খুচরা মাছ বিক্রেতা,শীত নিবারণে ভালো পোশাক না থাকায়,শীত হতে রক্ষা পেতে ঢাকা দোহার সড়কের ফুটপাতে আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন,তার সাথে তার অন্য সহকর্মীদেরও আগুন পোহাতে দেখা যায়।
ফুটপাতে রাত যাপন কারি মানিক জানান, স্থানীয় সাবেক মেম্বার মোঃ ইসমাইল তাকে একটি কম্বল উপহার দিয়েছিলেন,
সে কম্বল ব্যবহার করে রাতে শীত নিবারণ হয় ও ভালোভাবে ঘুমাতে পারেন।
এধরনের হত দরিদ্র শীতার্তদের সাহায্যে করে যাচ্ছেন স্থানীয় উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবক সংগঠন।