আব্দুল মান্নান সিদ্দিকীঃ
অপ্রিয় হলেও সত্য। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের মনসুর মিয়া আর্জেন্টিনা – ব্রাজিল দুটি দলের খেলায় পছন্দ করেন।
তিনি জানান, ফুটবল তার প্রিয় খেলা। প্রাণ প্রিয় স্বদেশ বাংলাদেশ। দেশকে মনে প্রানে ভালোবাসেন। তেমনি ফুটবলকেও ভালোবাসেন।
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে যদি বাংলাদেশ থাকতো তাহলে তিনি বাংলাদেশকে সমর্থন করতেন যেহেতু বাংলাদেশের নেই।
তাই বাধ্য হয়ে ভিনদেশীদেশী ফুটবল দলকে সমর্থন করেন তিনি।তবে এককভাবে কোন দেশকে নয় ,দুটি দেশ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল।
দুটি দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের খেলোয়াড়। খেলার মান ও ভালো দুটো দেশই। তার পছন্দ দেশ ও আর্জেন্টিনা ব্রাজিল দুটি দেশের খেলা তিনি উপভোগ করেন।
তিনি নিজের দেশের পতাকা সবার উপরে তারপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়েছেন তার দোকানের সম্মুখে। কেউ যদি প্রশ্ন করেন দুটিদেশের পতাকা কেনএকসাথে ? উত্তরে জানান দুটি দেশের খেলায় তার পছন্দের।