আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শৈতপ্রবাহ ও কুয়াশা কমে যাওয়ায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৎস চাষীদের মুখে হাসি ফুটেছে।তারা খাল বিল,ঝিল পুকুর জলাশয়ে তাদের চাষকৃতমাছ ধরার চাষে ব্যস্ত।
সন্ধ্যা হতে ভোররাত পর্যন্ত সেচ যন্ত্রের সাহায্যেজলাশয়ের পানি নিষ্কাশন করছেন সূর্যোদয় পর্যন্ত।ভোরের আলো ওঠার পর ধরছেন মাছ।এ কাজে তাদের সাহায্য করছে শিশু কিশোরা।
মাছ ধরার দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন গৃহবধূ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ।মাছ ধরার দৃশ্য দেখে তারা ও উল্লাসিত।
মাছ ধরা শেষে সৌখিন মাছ চাষিরা নিজেরা মাছ খাচ্ছেন আত্মীয়-স্বজনের মাঝে তা বিলিয়ে আনন্দ প্রকাশ করছেন।
মৎস্য চাষিরা বাজারে মাছ বিক্রি করছেন।বাজারেও প্রচুর পরিমাণ খাল বিল, ঝিল জলাশয়ের মাছ পাওয়াপাওয়া যাচ্ছে।
দাম ও সহনীয় পর্যায়ে,স্বল্প দামে মাছ পেয়ে ক্রেতারাও উল্লাসিত।