মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা।
এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।এসময় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলমগীর হোসেন,বক্তব্যে আলমগীর হোসেন বলেন আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস স্বশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।