মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাার তিন শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ জানুয়ারি বুধবার রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডপুটি কমান্ডার আলহাজ্ব আমান উল্লাহ মিয়া।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, কাঞ্চন পৌর মুক্তিযোদ্ধা সংগঠক এ কে এম হাসমত আলী, মুক্তিযোদ্ধার সন্তান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।