মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনিবার্ণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল, প্রত্যয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু একাডেমী ও রূপগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ জানুয়ারি সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উইমেন হোফ ফানউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধিদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণীয় সভায় সভাপতিত্ব করেন উইমেন হোফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মোকাদ্দিম। সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, রূপগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনির্বান ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক মোঃ সোহেল রানা, শিক্ষক জোবায়ের আহমেদ ও উইমেন হোফ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।