আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১১মে দুপুর পৌনে দুইটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ডাকবাংলো সংলগ্ন শ্রীনগর মুন্সীগঞ্জ মহাসড়কে মালবাহী পিকআপের সাথে অটোরিক্সার মুখোমুখি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেপ্রেরণ করেন।
কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে নুরুন্নবীকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক রুবেল, যাত্রী জিহাদ ও তুষারের অবস্থা আশংকাজনক হওয়ায়, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শ্রীনগর থানার উপ-পরিদর্শক এসআইজাকির জানান, আইনি প্রক্রিয়া শেষেনিহত নুর নবীর লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।