মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ
বিতর্ক মানুষকে আত্মপ্রত্যয়ী হতে শিখায়। বিতর্ক তর্ককে নিরুউৎসাহী করে । যারা বিতর্ককে বিশ্বাস করে তারা কখনো সংঘাতে বিশ্বাস করেনা । হাইমচরে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাৎ উপরোক্ত বক্তব্য রাখেন ।
৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায়, হাইমচর বিতর্ক একাডেমী কতৃক আয়োজিত আন্তউপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্ব উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুল মিলনায়তনে, একাডেমীর সভাপতি মোঃ নুরে আলম মাসুম এর সভাপতিত্বে এবং, সহ সভাপতি ইমরান হোসেনের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগীতার সমাপনী পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাজহারুল ইসলাম শফিক, হাইমচর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, প্রবীণ শিক্ষাবীদ সাবেক প্রধান শিক্ষক আঃ লতিফ মিয়া, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন মিয়া, নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বাজাপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুল আলম, আদর্শ শিশু নিকেতনের সহকারী শিক্ষিকা কাকলী রাণী দাস, হাইমচর বিতর্ক একাডেমির সাধারণ সম্পাদক সালমা সুলতানা ইতি প্রমূখ।
সকাল ১১ টায় শুরু হওয়া বিতর্কের ফাইনাল পর্বে “শিক্ষা নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড” বিষয়ের পক্ষে অবস্থান করে আদর্শ শিশু নিকেতন স্কুল দল এবং বিপক্ষে অবস্থান করে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। বিচারকের দায়িত্ব পালন করেনঃ মানোয়ার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান ও মাকসুদুল আলম। বিচারকদের মূল্যায়নে দলীয়ভাবে আদর্শ শিশু নিকেতন স্কুল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপের স্থান দখল করে। শ্রেষ্ঠ বক্তার গৌরব অর্জন করে আদর্শ শিশু নিকেতন স্কুল দলপর দলনেতা আয়সা আক্তার মারিয়া ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, “প্রত্যন্ত অঞ্চলে এতো মানসম্মত বিতার্কিক তৈরী হয়েছে তা এখানে না আসলে বিশ্বাস হতো না। চাঁদপুর জেলায় উপজেলা পর্যায়ে হাইমচর বিতর্ক একাডেমি সাংগঠনিক পর্যায়ে দ্বিতীয় প্রতিষ্ঠান। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার দিকে তাকালে চাঁদপুর জেলাই একমাত্র জেলা যেখানে সরকারি দলের মধ্যে তেমন কোনো সংঘাত নেই। এই বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিতার্কিক হওয়ায় যুক্তিকে বিশ্বাস করার কারনে তিনি সংঘাতকে এড়িয়ে চলেন বলে বর্ণনা করেন। কাজী শাহাদাৎ বলেন, হাইমচর বিতর্ক একাডেমি এভাবে তৃণমূল পর্যায়ে বিতর্ককে ছড়িয়ে দিতে পারলে তরুন ও যুব সমাজকে শৃংখলায় রাখতে পারবেন। তিনি পক্ষ দলের দল নেতা এবং বিপক্ষ দলের ২য় বক্তার সাবলীল বক্তব্যে সন্তুষ্ট হয়ে বিশেষ পুরস্কার প্রদান করেন।